মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০১০

FarmVille কে পেছনে ফেলে শীর্ষ স্থানে CityVille

ফেইসবুকের সবচেয়ে জনপ্রিয় গেইমগুলোর তালিকায় বেশিরভাগই Zynga এর গেইম। এই গেইম ডেভেলপারের FarmVille গেইমটি ফেইসবুকের সবচেয়ে জনপ্রিয় এপ্লিকেশনের তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছিলো দীর্ঘ দিন ধরে। আমিও বেশ কিছু দিন এই গেইমটি খেলেছিলাম। এ ধরনের গেইমগুলো একবার খেলে মজা পেলে নেশা ধরে যায়। তবে Zynga এর নতুন গেইম CityVille আগের সব রেকর্ড ভেঙ্গে মাত্র ১ মাসেই শীর্ষ স্থান দখল করে নেয়।


AppData এর তথ্য অনুযায়ী CityVille এর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৬.৮ মিলিয়ন যেখানে FarmVille এর রয়েছে ১৬.৪ মিলিয়ন। তবে মাত্র এক মাসে নতুন একটি এপ্লিকেশন শীর্ষে থাকা অন্য এপ্লিকেশনকে অতিক্রম করা সত্যি অবাক করার মত। মাসিক সক্রিয় ব্যবহারকারির পরিসংখ্যানেও সিটিভিল এগিয়ে রয়েছে ফার্মভিল থেকে। শীর্ষ ১০ এর তালিকায় Zynga এর আরও বেশ কিছু গেইম রয়েছে। AppData এর শীর্ষ এপ্লিকেশনের তালিকাটি দেখুনঃ


মাত্র কিছু দিনের মাথায় CityVille এর এই সফলতা Zynga এর দূরদর্শীতা এবং দক্ষতারই সাক্ষর। আর ভেনচার ক্যাপিটালে তাদের অগ্রগতি ভবিষ্যত ব্যবসায়িক সফলতারই ইঙ্গিত দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন