শনিবার, ১৯ মার্চ, ২০১১

পিসি ক্লিনআপ এর কয়েকটি কৌশল

লিখেছেনঃ লাকি এফএম তারিখঃ ০১/০২/২০১১

উইন্ডোজ ব্যবহারকারীদের অনেকেই পিসিকে ফাষ্টার রাখার জন্য কত কিছুই না করি, কেউ এই সফটওয়্যার সেই সফটওয়্যার সহ সব কিছুই ট্রাই করেন। কিন্তু সফটওয়ার ব্যবহার করে পিসি দ্রুততর করা আর সফটয়্যার ব্যববহার না করে পিসিকে মন্থর গতিতে রাখা আমার মতে একই ব্যাপার। তার মানে এই না যে আমি বলছি সফটওয়্যার অকাজের। এটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলছে। তবে হা কোন সফটওয়্যার ইউজ না করেও একটু নোটপ্যাডকে কাজে লাগিয়ে পিসিকে দ্রুতততর করতে পারি। তবে তার আগে আমি ম্যানুয়াল কিছু পদ্ধতি বলে নিতে চাই।

যেমন আপনার পিসিতে জাঙ্ক ফাইলগুলো জমে মূলত TEMP বা %TEMP% RECENT ফোল্ডারে। তো আপনি রান থেকে এই তিনটি কমান্ড হিট করলেও অনেক ক্ষেত্রে কাজে আসবে। নিচে কমান্ডগুলো দেওয়া হল।

Start>> Run>> Temp>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete


Start>> Run>> %Temp%>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete

Start>> Run>> Recent>> Ok/Enter>> Ctrl+A>> Shift+Delete

আর অনেক্ষন পিসি চালানোর পর পিসিটিকে মন্থর গতির মনে হলে নিচের কমান্ডটি

Start>> Run>> TREE>> Ok/Enter

আর নিচে কোড গুলো কপি করে নোটপ্যডে নিয়ে সেইভ করুন .bat ফরমেটে
তারপর রান করুন, এটা আপনার টেম্প ফোল্ডারটীকে ক্লিন করবে।

@echo off

if %username% == Administrator.WINDOWS goto admin

REM ** Delete User Files **

rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%
\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\History\History.ie5″
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temporary Internet Files\content.ie5″
goto end
:admin
REM ** Do some extra stuff here **
REM ** What ever you want….. **

ECHO You are a Administrator
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%
\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\History\History.ie5″
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local

Settings\Temporary Internet Files\content.ie5″
REM ** Do more stuff here **
REM ** Blah, blah, blah……**

:endexit

ফাইলের নাম হতে পারে এমন abs.bat
আশা করি বুঝতে সমস্যা হবেনা। তো কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু
»» read more

ম্যাকবুক এয়ার এর বাজার মাত করতে এলো স্যামসাং ৯ সিরিজ ল্যাপটপ

লিখেছেনঃ ইমতিয়াজ মাহমুদ তারিখঃ ১৮/০৩/২০১১

আজকাল নেটবুক এবং ছোট আকৃতির ল্যাপটপের বাজারে ভাগ বসিয়েছে ট্যাবলেট কম্পিউটার। নেটবুক না কিনে অনেকেই আইপ্যাড, গালাক্সি ট্যাব এর মত ট্যাবলেট পিসি কিনছে। তবে তারপরও নেটবুক এবং ছোট ও হালকা ল্যাপটপের উৎপাদন থেমে নেই। বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার বেশ আলোড়ন তুলেছিল কিছু দিন আগে। তবে এবার স্যামসাং বাজারে নিয়ে এলো ৯ সিরিজের ল্যাপটপ যা, ম্যাকবুকের চাইতে পাতলা এবং হালকা তবে বেশি ক্ষমতাসম্পন্ন!


১৩.৩ ইঞ্চি ডিসপ্লের দারুন এই ল্যাপটপে কি কি থাকছে চলুন দেখা যাক।
• সিপিউঃ Intel® CoreTM i5 Processor 2537M (1.40 GHz, 3MB; turbo up to 2.3 GHz)• অপারেটিং সিসটেমঃ Genuine Windows® 7 Home Premium / Windows® 7 Professional (64 bit)• মেমরীঃ 4GB DDR3• স্টোরেজ (সর্বোচ্চ): 128GB Solid State Drive (SSD)• স্ক্রীন সাইজঃ 13.3-inch HD LED-backlit SuperBright Plus display (400 nit)• রেজুলুশনঃ 1366×768• গ্রাফিক্সঃ Intel HD GT2 Integrated Graphics• স্পিকারঃ 3 watt (1.5W x 2) stereo speakers and 1.5 watt sub-woofer• ব্যাটারিঃ Lithium Polymer; up to 6.5 hours• নেটওয়ার্কঃ 802.11b/g/n; WiMaxi• ওজনঃ 2.89 lbs.

স্যামসাং ৯ সিরিজের এই ল্যাপটপে আরও থাকছে ইউএসবি ৩.০, ব্লুটুথ ৩.০, বিল্টইন ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই।



বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবদিক থেকে এগিয়ে থাকলেও এটির দাম কিন্তু একটু বেশি। তবে মান ধরে রাখতে হলে দাম বাড়ানো ছাড়াও উপায় নেই। এখন দেখা যাক এটি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে।
»» read more

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার “কমেটবার্ড”

লিখেছেনঃ আব্দুর রহিম তারিখঃ ১৬/০৩/২০১১

ইন্টারনেট ব্যবহারের জন্য আমরা অনেক ব্রাউজার ব্যবহার করে থাকি। যেমনঃ মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা , নেটস্কেপ, ইন্টারনেট এক্সপ্লোরার। কিন্তু একেকটি ওয়েব ব্রাউজারের কাজ একেক রকম। কোনটির পেজ লোডিং টাইম বেশি আবার কোনটির পেজ লোডিং টাইম কম। আমার নিজের কথায় বলিঃ আমি প্রথম প্রথম ইন্টারনেট এক্সপ্রোরার ব্যবহার করতাম। ব্যবহার করার সময় এর গতি নিয়ে বেশ মাথা খারাপ হতো। তার পর থেকে মজিলা ফায়ার ফক্স ব্যবহার করা শুরু করি। আমি গত ১ মাস ধরে কমেটবার্ড ব্যবহার করছি। আমি প্রথম দিন যখন এটির গতি দেখলাম তখনই আমার মাথা খারাপ হয়ে গেল। এই ব্রাউজারটির লডিং টাইপ এতো দ্রুত যে বলার বাহিরে। কমেটবার্ড আপনাদের সাথে শেয়ার করবো করবো ভেবে ভেবে আর শেয়ার করা হয়ে ওঠে নি। আজ শেয়ার না করে থাকতে পারলাম না। একবার ব্যবহার করে দেখুন তার পর বুঝবেন ব্রাউজিং এর যাদু। কমেডবার্ডের আপডেট ভার্শনটি হলো ৩.৬ যা আরো বেশী শক্তিশালী।

কিছু স্ক্রীন শট দেখুন


যে সকল সুযোগ সুবিধা পাওয়া যাবেঃ

১. Online Bookmark Manager 
২. Bookmaks Synchronizer
৩. Online Video Download
৪. Download Manager
৫. Integrated Web Search
৬. Tabs
৭. Smart Location Bar
৮. Add-ons Manager
৯. Word Translator
১০. CometMarks Notes
১১. Coloured Tabs

নিচের ছবিটিতে ক্লীক করে ডাউনলোড করে নিনঃ


যেভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সেট করবেনঃ

কমেটবার্ড এ অটোমেটিক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সেট আপ হয় না। এ জন্য এখানে ক্লীক করে ডাউনলোজ পেজে যান। তার পর প্লাগইনটি সেটআপ দিয়ে কমেটবার্ড ব্রাউজারটি রিষ্টার্ট দিন।

ধন্যবাদ….

-মোঃ আব্দুর রহিম
»» read more