শুক্রবার, ৮ অক্টোবর, ২০১০

দিনটি ডিজিটাল

আগামী পরশু বিশেষ এক দিন । এক কথাতেই পাঠকেরা বোঝে যাবেন দিন টি কেন বিশেষ। পরশু হচ্ছে ২০১০ সালের অক্টোবর মাসের ১০ তারিখ। ১ আর ০ এর
চমকে ভরা দিন টি নিয়ে বিশ্বব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি চলছে । থেমে নেই ভাচুয়াল দুনিয়াও‌। বিশেষ এই দিন টি আসবে আবার শত বছর পরে।আর তাই উদযাপনের প্রস্ততি চলছে নানাভাবে। বাইনারি হিসেবে সংখ্যাটি হচ্ছে ৪২।আর তাই ১০ এর পাশাপাশি ৪২ নিয়ে ও রয়েছে নানা আয়োজন। দিনটিকে নানভাবে আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্বের নানা সংগঠন। এ দিনটিকে সামনে রেখে তৈরি করা ফোরটিটুডে( www.fortytwoday.com )নামের ওয়েবসাইট রয়েছে বিভিন্ন শহরের বিভিন্ন আয়োজনের তথ্য। এই দিনটিতে ৪২ টি বাস নিয়ে বিভিন্ন শহরের অনেকেই বিভিন্ন কার্যক্রমও চালাবেন। ৪২ নামে সামজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, মাইক্রো ব্লজ্ঞিং সাইট টুইটার ,ফটো রাখার ওয়েবসাইট ফ্লিকারে খলা হয়েছে বিশেষ পাতা। ওয়েবসাইটটির শেষে রয়েছে নির্দিষ্ট দিনটির অপেক্ষায় থাকা সময় গননা। রয়েছে ওয়েবসাইট তইরিতে আগ্রহী ব্যাক্তিদের জন্য দারুন সব ডোমেইন নাম আর বিশেষ ব্যাজ। বেশ কয়েক্তি ওয়েবসাইটের সৌজন্যে  চলবে জলবায়ু সচেতনতা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের পরিচালনা। বিজ্ঞানীদের পরামর্শ মতে তৈরি থ্রিফিফটি (www.350.org) নামের ওয়েবসাইটেও  রয়েছে নানা আয়োজনের তথ্য। এ সাইটে বিশ্বের বিভিন্ন দেশে আগ্রহীরা দিনটিতে কি কি করবেন এবং কোথায় করবেন সে ব্যাপারে সাইটে নিবন্ধনের সুযোগ দিয়েছে। দিনটিতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। ওয়েবসাইট টির আহবানে জলবায়ু-ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশ ১০ তরুন এ দিনে সকাল ১০ টা ১০ মিনিটে কেওকারাদং এ পতাকা ওড়াবে। ১০১০ গ্লোবাল (www.1010global.org) সাইটে রয়েছে বিশেষ স্লোগান। এতে বলা হয়েছে সাধারন একজন ব্যাক্তি নিজে বিদ্যালয়ে, ব্যাবসাপ্রতিস্থানে বছরে ইচ্ছে করলেই ১০ শতাংশ কারবন ব্যাবহার কমাতে পারেন। সাইটে এ সংখ্যাটিকে ১০:১০ বলে দেখানো আছে। এবার তাই বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে সাইটটির পক্ষ থেকে ।ভিডিও দেখার ওয়েবসাইট মেটাটিউব  (www.metatube.com) ওয়েবসাইটে এ দিনকে নিয়ে জোতিষশাস্র এবং ভবিস্যৎ নিয়ে রয়েছে বিশেষ ভিডিও। জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম উবনটুর সর্বশেষ সংস্করন উবুন্টুর ১০:১০ বের হবে এ দিনে। ম্যাভেরিক মিরক্যাট নামের এ সংস্করনটির সংখ্যা আর বিশেষ বিশেষ দিনকে সামনে রেখে প্রকাশিত হচ্ছে । উবুন্টুর ওয়েবসাইটে (www.ubuntu.com)  এ নিয়ে রয়েছে বিশের ব্যানার আর নতুন সংস্করনটি নিয়ে সময় গননার বিশেষ ক্ষণগণ ব্যানার। ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে (www.youtube.com)  রয়েছে এ  দিন কে নিয়ে নানা আয়োজনের কথা ও ভিদেও।এ ছাড়া ব্যাক্তিগত অবিভিন্ন ফোরামে ও  এ দিনটির নানা বিষয়  নিয়ে রয়েছে আলোচনা। এই দিন কে উপলক্ষ করে সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। দেশের সফটওয়্যার খাতের অন্যতম সংগঠন বাংলাদেশ  অ্যাসোসিয়েশন  অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বিশেষ আয়োজন করছে। ভাচুয়াল দুনিয়ায় এ দিনটিতে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে নানা ধরনের পোস্ট আর আলোচনা ও চলবে। সব মিলিয়ে বাস্তবতার পাশাপাশি এ দিনকে ঘিরে জমজমাট থাকবে ভাচুয়াল দুনিয়াও 
সুত্রঃ প্রথম আলো।

1 টি মন্তব্য:

  1. এত আয়োজন !কোথাও না এর চেয় ঘরে বসে টিভি দেখা মনে হয় ভালো হবে....

    উত্তরমুছুন