সোমবার, ১১ অক্টোবর, ২০১০

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এখনোও সেরা?

কমপিউটার এবং সেইসঙ্গে ইন্টারনেট ব্যবহারের ইতিহাসে নতুন যুগের আগমনী বার্তা পাওয়া গিয়েছিলো ৩/৪ বছর আগেই। এমনিতে তো প্রতিদিনই বিশ্বের কোনায় কোনায় কেউ না কেউ প্রথমবার কমপিউটার কিনছেন এবং নতুন ইউজার আসা চলছেই। আমি সেকথা বলছিনা। কয়েক বছর আগে যেমন ১৭/১৮ বছর বয়সে ছেলেমেয়েরা প্রথম কমপিউটার ব্যবহার শুরু করতো, এখন সেটাই ১২/১৩ বয়সে শুরু হচ্ছে। আমি পিচ্চিদের গেম খেলার কথা বলছিনা। এখন ১২/১৩ বছর বয়সের একজন ইউজার ফটোশপ টিউটোরিয়াল লেখে। নয়তো ওয়ার্ডপ্রেস নিয়ে লেখে। ১ বছর হাতে কমপিউটার পেয়েই হাতে প্রথম আয়ের চেক আসছে অনেকের। আমি এইটা বলছি। আমার কাছে এমন অনেক ইমেইল এসেছে যাদের ব্যাংক এ্যাকাউন্ট খোলারই বয়স হয়নি, তাদের গুগল এ্যাডসেন্স চেক আনাতে হচ্ছে বাসার কোনো প্রাপ্তবয়স্ক মানুষের নামে, তারই এ্যাকাউন্টে জমা দিতে হচ্ছে চেক।
যে সময়ে আমরা হয়তো স্কুলের পড়া নিয়েই মাথা খারাপ করে ফেলতাম, প্রতিযোগীতামূলক পরীক্ষা কী কী দেবো সেইসবের আলাপ হতো বন্ধুদের মধ্যে, সেই বয়সে এখন ছেলেমেয়েরা হাতে প্রথম আয়ের চেক পাচ্ছে। এটা কিন্তু খারাপ কিছু বলছিনা আমি, ভালোই বলছি! তবে এইটা ক্ষণস্থায়ী ভালো। যাই হোক, এইটা আমার আলোচনার বিষয় না আজকে।

আমি বলতে নিয়েছিলাম অন্য কথা। আজকের প্রজন্ম কোন অপারেটিং সিস্টেম বেশী পছন্দ করে? এই নিয়ে অনেকের অনেক রায় থাকতে পারে। আমি আমার ব্লগের কিছুটা পরিসংখ্যান তুলে ধরছি আপনাদের সামনে।

সেপ্টেম্বর মাসে এই ব্লগে পেজভিউ ছিলো 27,442 এবং তার মধ্যে 24,662 পেজভিউ হয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে। অর্থাৎ ৯৫% পেজভিউ উইন্ডোজ দিয়েই হয়েছে। 907'টি পেজভিউ হয়েছে ইউনিক্স সিস্টেমে। ৩%। Macintosh পেজভিউ 114'টি। এর পরে দীর্ঘ তালিকা মোবাইল ডিভাইসের। সবশেষে গিয়ে নাম লিনাক্স। পেজভিউ মাত্র 4'টি।

নাহ, আমি এই পরিসংখ্যান থেকে কোনো উপসংহার টানছিনা। আমার এই পোস্টের শিরোনাম 'উইন্ডোজ অপারেটিং সিস্টেম এখনোও সেরা' আসলে ব্লগস্পটেরই স্টাটিস্টিক্স সিস্টেমের বক্তব্য।

অন্যদিকে যদি চোখ রাখা যায়, বিশ্বের নামীদামী সব কমপিউটার প্রস্তুতকারকরা সবাই উইন্ডোজ সিরিজের অপারেটিং সিস্টেম দিয়েই তাদের কমপিউটার অফার করছে। যেকোনো ওয়েবসাইটে ভিজিট করে মডেলগুলি দেখলেই জানা যাবে যে উইন্ডোজ ছাড়া অন্য অপারেটিং সিস্টেম চাইলে তার জন্য আলাদা লিংক দিচ্ছে এবং কাস্টম প্যাকেজের মধ্যে আওতাভুক্ত করা আছে। এখানেও পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে উইন্ডোজের জনপ্রিয়তা অফিসিয়ালি কমেনি।

আমার খুব জানতে ইচ্ছা করে, অন্যান্য কিছু অপারেটিং সিস্টেম নিয়ে যে মাতামাতি করেন কিছু ইউজাররা, সেই মাতামাতি কেন বিশ্বের এইসব নামীদামী সংস্থার ইঞ্জিনিয়ারদের মধ্যে এখনোও দেখা যাচ্ছেনা? এইসব ইঞ্জিনিয়াররা কি অশিক্ষিত? নাকি তারা রিসার্চ করেননা? নাকি এইসব নতুন অপারেটিং সিস্টেমকে তারা মানেননা? আপনাদের কী মনে হয়? উইন্ডোজ ফ্যামিলির মধ্যে Windows XP কেন সেরা অপারেটিং সিস্টেম হয়ে আছে এতোবছর ধরে? আজকের নতুন প্রজন্ম কি আগামী দিনে নতুন অপারেটিং সিস্টেমগুলিকে জনপ্রিয়তার শিখরে তুলে ধরতে পারবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন