রবিবার, ৩ অক্টোবর, ২০১০

ছবির জন্য এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ফাইল ফরম্যাট ‘জেপিইজি’। বলতে গেলে এ ফরম্যাটটির তেমন কোন প্রতিদ্বন্দী ছবি ফরম্যাট আর নেই। এবার এ ফরম্যাটের জন্য শিঘ্রই নতুন প্রতিদ্বন্দী ওপেনসোর্স ভিত্তিক ছবি ফরম্যাট আসছে। ‘ওয়েবপি’ নামক এ ফরম্যাটটি তৈরি করেছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। গতকাল আনুষ্ঠানিকভাবে এ ছবি ফরম্যাটটির ঘোষনাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগল জানিয়েছে, ছবির নতুন ফরম্যাটটি ফাইলের আকারকে আরোও কমিয়ে আনবে, এটিকে দ্রুত খুলতে সাহায্য করবে এবং ছবি দেখতে আগের ‘গ্লোসি’ হবে। জেপিইজি ফরম্যাটের চেয়ে এটি কমপক্ষে ৪০ শতাংশ হালকা হবে।
হঠাৎ করেই কেনো গুগল ছবির জন্য আলাদা ফরম্যাট তৈরি করতে গেলো? বাজারে তো ছবির জন্য খুব ভালো মানের ছবি ফরম্যাট তো ছিলই। এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন গুগল কর্মকর্তারা। তারা জানিয়েছেন, বিশ্বব্যাপি ওয়েবসাইটগুলোতে থাকা কনটেন্টের ৬৫ শতাংশই ছবি ভিত্তিক। এ কারণে ওয়েবসাইটের ক্ষেত্রে ছবি ফরম্যাটটি একটি গুরুত্বপূর্ন বিষয়। ইন্টারনেট থেকে ডাউনলোড এবং আপলোডের রেকর্ডেও রয়েছে ছবির প্রাধান্য। এজন্যই গুগল বর্তমান ছবির চেয়ে আরোও হালকা এবং উন্নতমানের ছবি ফরম্যাট তৈরিতে মনোনিবেশ করেছে। ইন্টারনেটে থাকা ছবির ফরম্যাটকে সম্পূর্ণ ‘ওয়েবপি’ ফরম্যাটে করা হলে ওয়েবসাইটগুলোর গতি আগের চেয়ে আরোও ২৬ শতাংশ বাড়বে। আর এজন্যই গুগল নতুন এ ছবি ফরম্যাটটি বাজারে এনেছে। প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, সবগুলো সাইট গুগলের এ ছবি ফরম্যাটে ছবি কনভার্ট করে নিবে।
এর আগে একটি ভিডিও ফরম্যাটও বাজারে এনেছে গুগল। ‘ওয়েবএম’ নামক ভিডিও ফরম্যাটটিকে জনপ্রিয় করার জন্য গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের মাধ্যমে একটি কৌশলও কাজে লাগানো হয়েছে। বলা হয়েছে, ইউটিউবে ৭২০পি বা এর চেয়ে বেশি মানের ভিডিও যদি আপলোড করা হয় তবে উক্ত ভিডিওটি স্বয়ংক্রীয়ভাবে ওয়েবএম ফরম্যাটে রুপান্তরিত হয়ে যাবে।
ভিডিও ফরম্যাটের জনপ্রিয়তা বাড়াতে গুগলের কাছে নিজস্ব কৌশল (ইউটিউব) থাকলেও ছবি ফরম্যাটটিকে জনপ্রিয় করার মতো এমন কোন কৌশল কাজে লাগাতে পারবে না আপাতত। ভিডিও শেয়ারিং সাইট হিসাবে গুগলের পিকাসা জনপ্রিয় হলেও ছবি শেয়ারিংয়ের পরিমানের দিক দিয়ে সাইটটিতে সাড়া অনেক কম। ছবি শেয়ারিংয়ে শীর্ষে রয়েছে গুগলের প্রতিদ্বন্দী প্রতিষ্ঠান ইয়াহুর ফিকার। গুগল হয়ত পিকাসা সাইটে আপলোড করা ছবিগুলোকে ওয়েবপি ফরম্যাটে স্বয়ংক্রীয় রুপান্তর করে নিতে পারবে, কিন্তু শীর্ষ ছবি শেয়ারিং সাইট ফিকারকে কি ‘ওয়েবপি’ ফরম্যাট ব্যবহারে রাজি করাতে পারবে?? প্রতিদ্বন্দী প্রতিষ্ঠান হিসাবে ইয়াহু হয়ত ফিকারে ‘ওয়েবপি’ সমর্থন দিবেনা এটাই স্বাভাবিক।
সিনেট জানিয়েছে, গুগলের এ ছবি ফরম্যাট বর্তমান ‘জেপিইজি’ ফরম্যাট কে কিল করবে। তবে আসলেই গুগলের এ ছবি ফরম্যাট কি ব্যাপক প্রচলিত জেপিইজি ফরম্যাটকে কিল করতে পারবে?? এ প্রশ্নের উত্তর জানতে আমাদের আরোও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আসুন ওয়েবপি ফরম্যাটের ছবি দেখে নেই জেপিইজি থেকে কতটুকু হালকা


                                        ওয়েবপি ফরম্যাটের ছবি. এটির সাইজ ৩৬,১৫৪ বাইট

উপরের ছবির মানেই এখন আমরা দেখে নিতে পারি জেপিইজি ফরম্যাটের ছবি..
                        


                                    
এটি জেপিইজি ফরম্যাটের ছবি। এর কোয়ালিটি আগের ছবিটির মতোই হলেও এর সাইজ ৪৬৭৬৮ বাইট।
গুগল ওয়েব বিশ্ব দখলে রাখার জন্য প্রতিদিন নিত্য নতুন ফিচার চালু করছে। এমনই মনে করেন অনেকেই। তবে গুগলের সেবাগুলো কি অদরকারী? ব্যবহারকারীদের প্রয়োজনেই গুগল এসব সেবা চালু করছে। প্রিয় পাঠক, গুগলের নতুন এ ছবি ফরম্যাট সম্পর্কে আপনাদের মনোভাব কি? এটি কতটুকু প্রয়োজনীয় এবং কতটুকু সফল হতে পারবে?? প্লিজ লেট আস নো…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন