বছরের শুরুতেই সবাই নানান পরিকল্পনা নিয়ে মেতে ওঠেন। কি কি করতে হবে বা কি কি করা থেকে বিরত থাকতে হবে তা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েন। অনেকে মনে মনে ছক তৈরি করে নেন। আবার অনেকেই লিস্ট আকারে তৈরী করে নেন নিজের নিউ ইয়ার রেজুলুশান।
এইক্ষেত্রে Facebook, Twitter , Google এর মত র্বতমান বিশ্ব কাপাঁনো টেক জায়ান্টসরাই বিরত থাকবে কেন ? এইসব জায়ান্টসদের নতুন বছরের পরিকল্পনার কাল্পনিক তালিকা তৈরী করেছে প্রযুক্তি ও পপ কাচার বিষয়ক কমিক The Joy of Tech। সে তালিকাটিই তুলে ধরা হলো বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর পাঠকদের জন্য।
সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা । আপনার বর্ষ পরিকল্পনা তৈরী করেছেনতো ?
হা হা হা … গুগল, ফেইসবুক আর ই-বে এর টা দারুন লাগলো। ইয়াহু এই বছরে টয়লেটে না গেলেও এর পরের কোন এক বছরে যাওয়ার আশংকা শতভাগ। তবে ফ্লিকার আর ডেলিসিয়াস ইয়াহুর দখলে আছে বলে খারাপ লাগছে
উত্তরমুছুনআমার ভালো সবচেয়ে লেগেছে এনড্রয়েডেরটা । মন্তব্য প্রদান ও পোষ্টটি প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ ।
উত্তরমুছুনVery funny! Thanx for share
উত্তরমুছুনদয়া করে বাংলায় মতামত দিন।
উত্তরমুছুন