বুধবার, ২২ ডিসেম্বর, ২০১০

হ্যাকারদের আক্রমনের শিকার হলো Visa.com: উইকিলিকস সংবাদ

উইকিলিকস সংবাদে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এর আগের সংবাদগুলোতে অনেকের আলোচনা করেছেন, তার জন্য ধন্যবাদ।এটা ঠিক যে,  আমেরিকা বিদ্বেসী মনোভাব, তথ্য প্রাপ্র্যতার বেপারে উৎসাহী বিশ্বের লাখ লাখ লোক ও প্রতিষ্ঠান উইকিলিকস ও জুলিয়ান আসাঞ্জের ভক্ত হয়ে গেছে। আমি খবরগুলোতে নজর রেখে চলছি । কয়েকটি তাজা খবর নিয়ে আজকের উকিলিকস সংবাদ।


ভিসা ডট কমে হ্যাকারদের আক্রমন

এনোন অপারেশন নামের একটি গ্রুপের সদস্যরা আক্রমন চালিয়েছে ভিসা ডট কমে। পোষ্ট লেখার সময় পর্যন্ত সাইটটি ডাউন ছিল। এর আগে অপারেশন প্যা ব্যাকের মাধ্যমে বেশ কিছু কমর্কান্ড পরিচালিত হয়। তার বিবরণ নিচে দেওয়া হলোঃ
ক. তারা মাষ্টারকার্ডের ওয়েবসাইটে ব্যাপক হামলা চালায়।

খ. জো-লিবার ম্যানের ওয়েবসাইট ১২ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় এই এটাকে। এটাই প্রথম .gov ডোমেইন যা এই আকমনের শিকার।

গ. সারাহ পলিনের ওয়েবসাইটটি অফলাইন করে রাখা হয়েছে।

ঘ. পোষ্ট ফিন্যান্সের সাইটটি আরো ঝামেলায় পরে। তারা তাদের কাষ্টমারদের সাথে টাকা আদান প্রদান করতে পারে নি।

ঙ. জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে যে আইনজীবি দাড়িয়েছে তার ওয়েবসাইটও ডাউন হয়ে রয়েছে।

চ. প্যাপালের ব্লগটি সাময়িক ডাউন ছিল।
ফেসবুক ও টুইটার উভয়ই এনোন অপারেশনের একাউন্ট মুছে দিয়েছে, যদও উইকিলিকসের একাউন্টটি জীবন্ত আছে।

বিল ক্লিন্টনের ভাষণঃ

আমেরিকার ৪২ তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন উইকিলিকসের তথ্য ফাঁসের বেপারে কথা বলেছেন। তিনি মূলতঃ তিনটি বিষয়ের (Inequality, instability and unsustainability.) উদাহরন টানতে গিয়ে বলেন, বিশ্বের সাইবার নিরাপত্তা এখনো হুমকির মুখে পড়ে আছে।

টুইটারের ঘোষনাঃ

টুইটার #WikiLeaks শব্দটা ২৬ নভেম্বর থেকে আলোচিত টপিক হিসেবে দেখাচ্ছে না। অথচ এই বিষয়ে টুইটারে ব্যপক আলোচনা হচ্ছে প্রতিদিন। টুইটার ব্লগে মুখপাত্র বলেন,

Trending Topics are “designed to help people discover the ‘most breaking’ breaking news across the world… Captur[ing] the hottest emerging topics, not just what’s most popular,….
… “Topics break into the Trends list when the volume of Tweets about that topic at a given moment dramatically increases,



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন