শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০১০

২০১০ সালে গুগলকে হারিয়ে দিল ফেইসবুক

ফেইসবুক যে দিনে দিনে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তার আরেকটি প্রমান মিললো। ২০১০ সালে যুক্তরাস্ট্রে সবচেয়ে বেশি বার ভিজিট হওয়ার ওয়েব সাইট এখন ফেইসবুক। আগে এই স্থানটি ছিল গুগলের দখলে। ষাঁড়ের গতিতে এগিয়ে চলেছে ফেইসবুক পুরো বিশ্বজুড়ে। আর আগামী কয়েক বছর নাগাদ এর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, তা সহজেই অনুমেয়।



শুধুমাত্র ভিজিটের দিক দিয়ে নয়। সার্চ এর দিক দিয়েও সবচেয়ে জনপ্রিয় কি-ওয়ার্ড হচ্ছে ফেইসবুক। HitWise এর দেয়া তথ্য অনুযায়ী, ফেইসবুক সংক্রান্ত সার্চ কোয়েরির সংখ্যা আগের বছরের তুলনায় ২০৭% বেড়ে গেছে। ২০১০ এর জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ফেইসবুকে ভিজিট ছিলো ৮.৯৩% যেখানে গুগলের অবস্থান ৭.১৯%। সবচেয়ে বেশি সার্চ করা এবং সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েব সাইটের লিস্ট নিম্নরুপঃ






পৃথিবী জুড়ে রাজত্ব করে আসা গুগলকে সিংহাসন থেকে নামানো ফেইসবুকের জন্য শুধু সময়ের ব্যাপার। এখন অনেক ইন্টারনেট ব্যবহারকারী আছেন, যাদের একমাত্র গন্তব্য ফেইসবুক। তারা গুগলের নামও জানেন না। কি? বিশ্বাস হচ্ছে না আমার কথা? আপনার আত্বীয়-স্বজনদের মাঝেই খুঁজে দেখুন। দুই-এক জন পেয়ে যাবেন এরকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন