মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০১০

আইপডকে চ্যালেঞ্জ জানাতে আসছে স্যামসাং এর ‘গ্যালাক্সি প্লেয়ার’

স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির পর এবার মিউজিক প্লেয়ারের দিকে ঝুঁকেছে স্যামসাং। ‘গ্যালাক্সি প্লেয়ার’ নামক নতুন একটি পারসোনাল মিউজিক প্লেয়ার বাজারে আনতে যাচ্ছে তারা খুব শীঘ্রই। সামনের এবং পেছনের ক্যামেরার মত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এর অনেক সুবিধাই এই মিউজিক প্লেয়ারে বিদ্যমান থাকবে এবং এই দু’টি ডিভাইসই এন্ড্রয়েড 2.2 ভার্সন ব্যবহার করে তৈরি হয়েছে।


স্যামসাং গ্যালাক্সি প্লেয়ার মূলত এর গ্যালাক্সি এস ফোনটির মতই, তবে শুধুমাত্র ফোন নেই এই মিউজিক প্লেয়ারে। চলুন এক নজরে দেখে নেয়া যাক এর বৈশিষ্ট্য সমূহঃ

  • ৯.৯ মিলিমিটার পুরুত্ব
  • ১ গিগাহার্জ হামিংবার্ড প্রসেসর
  • ৪ ইঞ্চি WVGA এলসিডি ডিসপ্লে
  • ৮০০*৪০০ রেজুল্যুশন
  • ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্টফেসিং ভিজিএ ক্যামেরা
  • SoundAlive অডিও টেকনোলজী
  • হাই ডেফিনেশন ভিডিও প্লেব্যাক
  • মাইক্রো এসডি কার্ডস্লট
  • ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস
  • এন্ড্রয়েড মার্কেট এক্সেস
আইপড টাচ এর সাথে প্রতিযোগীতায় নামার মত প্রায় সবকিছুই এই প্লেয়ারে রয়েছে। তবে আইপড এর ৯৬০*৬৪০ রেটিনা ডিসপ্লে নিঃসন্দেহে অসাধারন এবং এক্ষেত্রে আইপড এগিয়ে থাকবে। মিউজিক ডাউনলোডের জন্য আমাজন এমপিথ্রি সার্ভিস ব্যবহার করা হবে। বলাই বাহুল্য এটি আইটিউনসের মত সমৃদ্ধ এবং ব্যবহার বান্ধব নয়।

স্যামসাং ই একমাত্র কোম্পানী নয় যেটি মিউজিক প্লেয়ারের বাজার ধরার জন্য নেমেছে যেটি বর্তমানে এপলের দখলে রয়েছে। এর আগেও অনেক ছোট-বড় কোম্পানী পোর্টেবল মিউজিক প্লেয়ার বাজারে এনেছে, তবে এর কোনটিই বিশেষ কোন সাড়া ফেলতে পারেনি। ‘গ্যালাক্সি প্লেয়ার’ এর দাম কেমন হবে এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন