
শিশু জন্মের কয়েকদিন পরেই তার নাম কি রাখা হবে তাই নিয়ে ভাবনা চিন্তা আর জল্পনা কল্পনা চলে বাবা মা আর পরিচিতদের মাঝে। নাম না রাখা পর্যন্ত এক এক জন এক এক নামে ডাকলেও নাম রাখার পরে শিশুটির সকল পরিচয় প্রকাশিত হয় তার একটি নামের মাধ্যমে। একই ভাবে কম্পিউটারের প্রতিটি প্রোগ্রামের পরিচায়ক নামটি আমরা দেখতে পাই তার টাইটেলবারে। কিন্তু এপলের OS X Lion নামক...