সমস্যার উপসর্গঃ
১. “A Run time Error has occurred. Do you wish to Debug?”
২. “Internet Explorer Script Error. An error has occurred in the script on line 1. Do you wish to continue running scripts on this page?”
সমস্যাঃ * স্ক্রিপ্ট এরর বা ডিবাগ
কারনঃ
এই ধরনের স্ক্রিপ্ট এরর বেশ কিছু কারনে হয়,
১. ওয়েব মাষ্টারের ভুল কোডিং বা প্রোগ্রামিং এর কারনে হতে পারে,
২. আপনার পিসিতে এডওয়ার বা স্পাইওয়ারের কারনে হতে পারে
৩. আপনার পিসিতে পপ আপ কিলার চালু থাকার কারনেও হতে পারে।
৪. ব্রাউজার বা পিসির সেটিংস ভিন্নতা
৫. ইন্টারনেটের টেম্পরারি ফাইল
৬. সফটওয়ারে ব্যাকগ্রেডেড ভার্শন
সমাধানঃ
১ ও ৩ নাম্বার কারনের সমাধান
Internet Explorer ওপেন করুন
Toolsএ ক্লিক করে Internet Options এ যান
Advanced ট্যাব এ ক্লিক করুন
Browsing ক্যাটাগরিতে যান
Disable script debugging এ টিক চিহ্ন দিন
Display a notification about every script error এর টিক চিহ্ন উঠিয়ে দিন
২ নাম্বার কারনের সমাধান
আপনার পিসিতে এডওয়ার বা স্পাই ওয়ার থাকলে ভাল একটা স্ক্যানার দিয়ে স্কেন করে ক্লিন করে নিন।
আমার মতে স্পাইবুট ভাল কাজ করে
৪ নম্বার কারনের সমাধান
ctive Scripting, ActiveX, and Java এগুলো ডিজেবল থাকলে তা এনাবল করে দিতে হবে।
ইন্টারনেট এক্সপ্লোরার এ ঢুকুন
Tools মেনু থেকে Internet Options.
Internet Options ডায়ালগ বক্স থেকে Security ট্যাবে
Default Level >> ওকে দিন
৫ নাম্বার কারনের সমাধা
ইন্টারনেট এক্সপ্লরার থেকে Tools >> Internet Options
General ট্যাবে Temporary Internet files >> Settings
Delete Files দিয়ে OK চাপুন
Delete Cookies >> OK
History থেকে Clear History >> Yes
OK দিয়ে বেরিয়ে আসুন
৬ নং কারনের সমাধান
সব সময় সফটওয়ারটির সর্বশেষ ভার্শন ব্যবহার করতে হবে,
হাতের কাছে না থাকলে ওয়েব সাইট থেকে নামিয়ে নিবেন
পিসিকে দ্রুত করন
এবার আসা যাক কিভাবে মাত্র ১১ টি উপায়ে পিসিকে অনেক বেশি দ্রুত করা যায় বা স্লো হওয়া থকে রোধ করা যায়১. কোন এপ্লিকেশান ওপেন করার আগে পিসিটিকে ঠিকভাবে সম্পূর্ণভাবে বুট-আপ হতে দিন।
২. কোন প্রোগ্রাম বন্ধ করার পর উইন্ডোজ ইউজাররা রিফ্রেশ করুন, তাতে অব্যবহৃত ফাইল র্যাম থেকে মুছে যাবে।
৩. ওয়ালপেপার হিসেবে খুব বড় সাইজের ছবি দেবার প্রয়োজন নেই। আর যদি র্যাম ৬৪ মেগার নিচে হয় তাহলে ওয়াল্পেপার ব্ল্যাঙ্ক রাখাই ভাল।
৪. ডেস্কটপে আইকন দিয়ে হিজিবিজ করার কোন প্রয়োজন নেই। কারন প্রতিটা আইকনের জন্য র্যামে ৫০০ বাইটের জায়গা দখল হয়ে থাকে।
৫. নিয়মিত রি-সাইকেল বিন থেকে ফাইল পরিপূর্ণ ভাবে মুছে দিন, কারন হার্ড ডিস্ক এটা রিসাইকেল বিনে থাকলে জায়গা দখন করে থাকে না মুছা পর্যন্ত।
৬. ইন্টারনেট টেম্পরারি ফাইল নিয়মিত মুছুন।
৭. প্রতি মাসে সম্ভব না হলে ২ মাসে অন্তত একবার হার্ড-ডিস্ক ডিফ্রেগ করে নিন, এটা যেমন আপনার হার্ড ডিস্কে জায়গা বাড়াতে সাহায্য করবে তেমন পিসির গতি ও করবে দ্রুততর।
৮. সব সময় দুটা ড্রাইভে সফটওয়ার ইনষ্টল করবেন। ছোট গুলো সি ড্রাইভে বা মেইন ড্রাইভে আর বড়ো বড় সফট যেমন PSP, Photoshop, 3DS Max ইত্যাদি। কারন সি ড্রাইভের ফ্রি স্পেস ভার্চুয়াল মেমরি হিসেবে কাজ করে, যখন র্যাম ফুল ইউজ লিমিট হয়ে যায়। তাই উচিত সি ড্রাইভ যতখুশি খালি রাখা।
৯. সফটওয়ার সেটাপের সময় ট্রে আইকন এবং অটো লোড এই দুইটা অপশন ডিজেবল করে দিতে হবে, কারন এটা র্যামের যেমন লোডবাড়ায়, আবার বুট আপের সময় ও বারিয়ে দেয়। অবশ্য সেটাপ কৃত সফট ও অটো লোড বন্ধ করা যায়, সফটির টুলস বা প্রিপফারেন্স থেকে।
১০. পিসিটিকে ময়লা ও ধুলা বালু থকে দূরে রাখুন, কারন এতে হার্ডওয়ারের মধ্যে ময়লা জমে কার্যক্ষমতা কমে যায়, আর কুলিং ফ্যানের কার্যক্ষমত হ্রাস পেলে পিসি অনেক উত্তপ্ত হয়ে যাবে, আর তা পুরো সিষ্টেম পারফরমেন্সকে প্রভাব ফেলবে। তাই পরিষ্কার পরিচ্ছন রাখতে হবে পিসিটিকে।
১১. সিষ্টেমকে স্লো মনে হলে রান এ গিয়ে TREE লিখে এন্টার করুন।
কেমন লাগলো জানাতে ভুলবেননা, কোন কিছু বুঝতে সমস্যা হলে মন্তব্য করে জানান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন