শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০১১

রিমুভেবল ডিস্ক এর আইকন পরিবর্তন করবেন যেভাবে

লিখেছেনঃ রিয়াজুল হাশেম তারিখঃ ১৪/০১/২০১১

আমরা অনেকেই আছি, যারা আমাদের কম্পিউটার কে বিভিন্ন সময় বিভিন্ন চেহারায় দেখতে পছন্দ করি। আমি কিন্তু ভাই, এদেরই দলে। যদি আপনি আপনার রিমুভেবল ডিস্ক যেমনঃ পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি এর সেই পুরাতন চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যান, তবে আজকে আপনার জন্যই এই পোস্ট। চলুন দেখা যাক কিভাবে রিমুভেবল ডিস্ক এর আইকন পরিবর্তন করা যায়।


সাধারনত আমরা যখন রিমুভেবল ডিস্ক (পেন ড্রাইভ , ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি) আমাদের কম্পিউটার এর ইউএসবি পোর্ট এ সংযুক্ত করি তখন এমন আইকন টি দেখি;


আপনি ছোট্ট দুটি ধাপে আপনার রিমুভেবল ডিস্ক এর আইকন পরিবর্তন করে দিতে পারবেন। আসুন দেখি ধাপ গুল;
১। প্রথমেই একটি আইকন নির্বাচন করুন (ডাউনলোড করে নিতে পারেন আবার আপনার ছবি কে ১২৮x১২৮ পিক্সেল এ সাইজ করে নিতে পারেন। তবে লক্ষ রাখতে হবে, তা যেন অবশ্যই .ico ফরম্যাট এ থাকে। মনে করি আইকন ফাইল টির নাম, BP.ICO), এবার একটি নোট প্যাড খুলুন, এবং নিচের কমান্ড গুল লিখে ফেলুন;

[autorun]

label= Ron

Icon=BP.ICO

২। কমান্ড লিখা টেক্সট ফাইল টিকে সেভ করুন, autorun.inf নামে। এবার, আইকন ফাইল (এ ক্ষেত্রে BP.ICO) এবং autorun.inf ফাইল, এই দুটি কপি করে পেস্ট করে দিন আপনার রিমুভেবল ডিস্কএর মধ্যে।

কি কিছুই হয় নি ??? একবার আপনার রিমুভেবল ডিস্কটিকে কম্পিউটার থেকে আনপ্লাগ করে আবার প্লাগ ইন করান…… কি দেখছেন ????




টিপস টি আশা করি আপনাদের ভাল লাগবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন