বুধবার, ১২ জানুয়ারী, ২০১১

১৫ই মার্চ ফেইসবুক বন্ধ হচ্ছে না!

লিখেছেনঃ ইমতিয়াজ মাহমুদ তারিখঃ ১০/০১/২০১১

গত কিছু দিন ধরে ফেইসবুক বন্ধ হয়ে যাচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। গুজব এমন পর্যায়ে গেছে যে, প্রায় সবাই ফেইসবুকে বন্ধুদের সাথে এই খবরটি শেয়ার করা শুরু করেছে। গুজবটি হচ্ছে এরকম যে, ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার পুরোনো জীবনে ফিরে যেতে চান এবং সকল পাগলামীর অবসান ঘটাতে চান।

ফেইসবুকের করপোরেট কমিউনিকেশন ডিরেক্টর ম্যাশেবলকে নিশ্চিত করেন যে, ফেইসবুক বন্ধ হতে যাচ্ছে না এবং তিনি এই ভূয়া সংবাদের অবশান ঘটাতে চান। তাকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন করা হয় যে, ফেইসবুক কি ১৫ই মার্চ বন্ধ হয়ে যাচ্ছে? এর উত্তরে তিনি জানানঃ


“The answer is no, so please help us put an end to this silliness. We didn’t get the memo about shutting down and there’s lots to do, so we’ll just keep cranking away like always.”


এবার আসুন বাস্তবতার দিক থেকে একটু চিন্তা করা যাক। অল্প কিছু দিন আগে ফেইসবুকের ৫০০ মিলিয়ন ডলারের ফান্ড সংগ্রহের ঘোষনা দেয়া হয়। এবং এর পর ফেইসবুকের মূল্য দাঁড়ায় প্রায় ৫০ বিলিয়ন ডলার। এরকম একটি ব্যবসায় প্রতিষ্ঠান কোন কারন ছাড়া হুট করে বন্ধ হয়ে যাবে, এমনটা বিশ্বাস করা বোকামী ছাড়া আর কিছু নয়।

এই ভূয়া সংবাদটি এমন একটি ওয়েব সাইট ছড়িয়েছে, যারা এর আগেও অনেক মিথ্যে সংবাদ এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃস্টি করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন