শুক্রবার, ৭ জানুয়ারী, ২০১১

অন্ধকারের সৌর বিদ্যুৎ কেন্দ্র

সুর্যের আলো থেকেই যে বিদ্যুৎ উৎপাদিত হতে হবে এমন কনো কথা নেই। সুর্যের আলোর সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে দ্বিগুন বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন সোলার সেল তৈরী হতে যাচ্ছে। দিনের সূর্যের আলো ও তাপের একটা বিড়াট অংশ রাতের বেলায় মহাকাশে বিলীন হয়ে যায়। আর এই রশ্নির একটা অংশ রাতের বেলা সোলার সেলের এন্টেনায় ধরা পরে এবং বিদ্যুৎ উৎপাদিত হয়।



অনেক সময় সূর্যের আলো তির্যকভাবে আলো দিলে সোলার সেলগুলো সঠিকভাবে আলো সংরক্ষন করতে পারে না। এই আলো তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং এই শক্তিকে সংরক্ষন করা গেলে উম্মুক্ত হবে বিশাল সম্ভাবনার দ্বার।

মূলতঃ দুই ধরনের স্লট থাকতে পারে ভবিষ্যতের সৌর বিদ্যুৎ প্রকল্পে। সূর্যের আলো এবং ইনফ্রা রশ্নি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবস্থাপনা তৈরী করা যেতে পারে।

শতকরা ২৫ থেকে ৪৬ ভাগ সূর্যের আলোই সৌর বিদ্যুৎ কেন্দ্রে পতিত হয়ে তা বিদ্যুৎ শক্তিতে রুপান্তরের কাজে লাগে না। একই সাথে দুই ধরনের সেল থাকলে অপচয় অনেক কমে যাবে।

যেই সময়টাতে সারা বিশ্ব পৃথিবীর তাপমাত্রা নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত, সেই সময়টাতে এই পদ্ধতির প্রকৃত বাস্তবায়ন পৃথিবীর তাপমাত্রা কমাতেও সহায়তা করতে পারে।

এ বিষয়টাতে বেশ কিছু চ্যালেঞ্জও আছে, গবেষনা চলছে ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বেশ কিছু শক্তি কমিশন। আশা করা যায় তারা আমাদের জন্য কোন সুখবর নিয়ে আসবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন