লিখেছেনঃ ইমতিয়াজ মাহমুদ তারিখঃ ১৮/০৩/২০১১
আজকাল নেটবুক এবং ছোট আকৃতির ল্যাপটপের বাজারে ভাগ বসিয়েছে ট্যাবলেট কম্পিউটার। নেটবুক না কিনে অনেকেই আইপ্যাড, গালাক্সি ট্যাব এর মত ট্যাবলেট পিসি কিনছে। তবে তারপরও নেটবুক এবং ছোট ও হালকা ল্যাপটপের উৎপাদন থেমে নেই। বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার বেশ আলোড়ন তুলেছিল কিছু দিন আগে। তবে এবার স্যামসাং বাজারে নিয়ে এলো ৯ সিরিজের ল্যাপটপ যা, ম্যাকবুকের চাইতে পাতলা এবং হালকা তবে বেশি ক্ষমতাসম্পন্ন!
১৩.৩ ইঞ্চি ডিসপ্লের দারুন এই ল্যাপটপে কি কি থাকছে চলুন দেখা যাক।
• সিপিউঃ Intel® CoreTM i5 Processor 2537M (1.40 GHz, 3MB; turbo up to 2.3 GHz)• অপারেটিং সিসটেমঃ Genuine Windows® 7 Home Premium / Windows® 7 Professional (64 bit)• মেমরীঃ 4GB DDR3• স্টোরেজ (সর্বোচ্চ): 128GB Solid State Drive (SSD)• স্ক্রীন সাইজঃ 13.3-inch HD LED-backlit SuperBright Plus display (400 nit)• রেজুলুশনঃ 1366×768• গ্রাফিক্সঃ Intel HD GT2 Integrated Graphics• স্পিকারঃ 3 watt (1.5W x 2) stereo speakers and 1.5 watt sub-woofer• ব্যাটারিঃ Lithium Polymer; up to 6.5 hours• নেটওয়ার্কঃ 802.11b/g/n; WiMaxi• ওজনঃ 2.89 lbs.
স্যামসাং ৯ সিরিজের এই ল্যাপটপে আরও থাকছে ইউএসবি ৩.০, ব্লুটুথ ৩.০, বিল্টইন ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই।
বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবদিক থেকে এগিয়ে থাকলেও এটির দাম কিন্তু একটু বেশি। তবে মান ধরে রাখতে হলে দাম বাড়ানো ছাড়াও উপায় নেই। এখন দেখা যাক এটি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে।
আজকাল নেটবুক এবং ছোট আকৃতির ল্যাপটপের বাজারে ভাগ বসিয়েছে ট্যাবলেট কম্পিউটার। নেটবুক না কিনে অনেকেই আইপ্যাড, গালাক্সি ট্যাব এর মত ট্যাবলেট পিসি কিনছে। তবে তারপরও নেটবুক এবং ছোট ও হালকা ল্যাপটপের উৎপাদন থেমে নেই। বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার বেশ আলোড়ন তুলেছিল কিছু দিন আগে। তবে এবার স্যামসাং বাজারে নিয়ে এলো ৯ সিরিজের ল্যাপটপ যা, ম্যাকবুকের চাইতে পাতলা এবং হালকা তবে বেশি ক্ষমতাসম্পন্ন!
১৩.৩ ইঞ্চি ডিসপ্লের দারুন এই ল্যাপটপে কি কি থাকছে চলুন দেখা যাক।
• সিপিউঃ Intel® CoreTM i5 Processor 2537M (1.40 GHz, 3MB; turbo up to 2.3 GHz)• অপারেটিং সিসটেমঃ Genuine Windows® 7 Home Premium / Windows® 7 Professional (64 bit)• মেমরীঃ 4GB DDR3• স্টোরেজ (সর্বোচ্চ): 128GB Solid State Drive (SSD)• স্ক্রীন সাইজঃ 13.3-inch HD LED-backlit SuperBright Plus display (400 nit)• রেজুলুশনঃ 1366×768• গ্রাফিক্সঃ Intel HD GT2 Integrated Graphics• স্পিকারঃ 3 watt (1.5W x 2) stereo speakers and 1.5 watt sub-woofer• ব্যাটারিঃ Lithium Polymer; up to 6.5 hours• নেটওয়ার্কঃ 802.11b/g/n; WiMaxi• ওজনঃ 2.89 lbs.
স্যামসাং ৯ সিরিজের এই ল্যাপটপে আরও থাকছে ইউএসবি ৩.০, ব্লুটুথ ৩.০, বিল্টইন ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই।
বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবদিক থেকে এগিয়ে থাকলেও এটির দাম কিন্তু একটু বেশি। তবে মান ধরে রাখতে হলে দাম বাড়ানো ছাড়াও উপায় নেই। এখন দেখা যাক এটি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন