
লিখেছেনঃ আমিনুল ইসলাম তারিখঃ ২৭/০৫/২০১১
ঠিক কেন তা বোঝা না গেলেও, স্কাইপের এবারের ডাউনটাইমের ঘটনা উল্লেখ করার সময় প্রায় সব সংবাদমাধ্যমই ‘মাইক্রোসফটের’ স্কাইপ কথাটার উপর জোর দিচ্ছে। ভাবখানা এমন, যেন মাইক্রোসফটের কব্জায় যাওয়ায়ই স্কাইপের এই দশা। ও হ্যাঁ, কী দশা সেটাই তো বলা হয়নি। সম্প্রতি বেশ লম্বা সময় ধরেই বিভিন্ন ক্লায়েন্টের...